@shifashifa450: "কষ্ট আমার ও হয় আমি ও মানুষ 🫠 তবুও আমি একজনকে ;বোঝাতে পারলাম যে তাকে আমি কতোটা ভালোবাসি 🥺 সে যদি আমাকে বুঝতো তাহলে আজ এই পরিস্থিতি হতো না সে অন্যের কথা শুনে আমায় ভুল বুঝে দূরে সরে গেল 😓 মন তো আমার ও আছে, তার যখন প্রয়োজন হয়েছে এসেছে আবার চলে গেছে,সে আবার আমার সাথে এমন টায় করলো 😅 আমার মনে কথা গুলো যদি তাকে বোঝাতে পারতাম 😞 তোমাকে আর কিছু বলার নেই যদি ভুল করে থাকি আমি মাফ করে দিও 😌 আর একটা কথা বলি যদি চাও আবার সব কিছু ভুলে এক হবে, তবে এসো তুমি কলিজা 💌 তুমি যা বলবে তাই করবো কোন কথা ফেলবো না 🥹❤️🩹 I miss you 🥹❤️🩹 . . . . . R 🥹🫶