@un.lucky4271: তোমার কাছে নিজের অভিমান জমা রাখার জন্য। নিজের বিবর্ণ মন খারাপ তোমায় বলতে গিয়ে নিজের অজান্তে কেড়ে নিয়েছি তোমার কবিতা লেখার সময়টুকু, তার জন্য আমি দুঃখিত। এই যে তোমায় সবটুকু দিয়ে বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম তুমি অন্তত বুঝবে আমায়। আমার বিশ্বাসটুকু আলমারীতে সযত্নে জমা করে রাখবে। এই ভাবনায় ভুলে গিয়েছিলাম নিজের বিশ্বাস, নিজের জমা রাখার কথা। যার জন্য আমি সত্যি দুঃখিত। আবেগী তো। তাই হয়তো একটু বেশি ধরে রাখতে চেয়েছিলাম। বলেছিলাম আমায় ‘ছেড়ে যেও না প্লিজ।’ ভুলে গিয়েছিলাম কেউ কারো জন্য থেমে থাকে না। আমি তার জন্য মন থেকে ক্ষমা চাইছি। আমি সত্যি দুঃখিত, তোমায় নিখুঁতভাবে ভালোবাসার জন্য। বুঝি নি তোমার নিখুঁততা পছন্দ নয়। তাই এই শেষবেলায় ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। পারলে আমায় ক্ষমা করো। বিদায়!😅#unlocky #vairal #tiktok