❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
আমি তোমাকে পেলাম ২০২৩ সালের শেষ রাতে — ওই ঠাণ্ডা বাতাসে, নতুন বছরের আলোতে, হেসে উঠেছিলো আমার সমস্ত ভাঙা কণ্ঠ। তুমি ছিলে অজানা একটা আশা, ঝরঝরে সুখের ছোট্ট শব্দ। আমরা ততক্ষণে এতটুকু সময় পেয়েছি—কথা, নীরবতা, কফির ধোঁয়া আর একসঙ্গে দেখা অচেনা সব শহরের খোঁজ—এগুলো সব আমার শরীরে এখনো গেঁথে আছে।
কিন্তু ২০২৪ সালের ২৪ এপ্রিল যেন পুরো দুনিয়া থেমে গেলো; তুমি চলে গেলে রেখে গেলো খালি একটা জায়গা, যে জায়গাটা অনেক বারে বাতাস দিয়ে পূরণ করা যায় না। আমি ফিরিয়ে আনতে পারি না সেই কথাগুলো, ব্যর্থতাগুলো, আর তোমার হাতটা আমার থেকে ছেঁড়া সেই নির্যাসটুকু। মনে হয় সেই দিনটাই ছিলো আমাদের সাময়িক হিসাবের শেষ পাতাটা — যেখানে সব পরিকল্পনা, সব আশা, আচমকা একরাশ নীরবতায় পরিবর্তিত হয়েছে।
তবু আমি কই—ভাগ্যবান ছিলাম তোমার ছোঁয়ার জন্য। তোমার সঙ্গে যে ছোট ছোট মুহূর্তগুলো কাটিয়েছি, তারা আমার ভেতরে এখন আলোকচিত্রের মতো জরে আছে: অদ্ভুত একটি হাসি, অপ্রত্যাশিত একটি তর্ক, রাত জেগে গাওয়া গানগুলো। আমি শিখেছি কিভাবে স্মৃতি নিজে থেকেই অসহায় হয়ে দাঁড়ায় না; তারা কঠিন সময়ে বাঁধা দিয়ে রাখে, আমাকে বাঁচায় এবং শাসন করে।
আজ আমি জানি—ভালোবাসা কখনোই সম্পূর্ণ হারায় না; সে রূপান্তরিত হয়। তোমাকে হারিয়ে আমি শিখেছি বেঁচে থাকার নতুন ভাষা, নিজের ভাঙা টুকরোগুলো কিভাবে একটুকরা করে বোনা যায়। আর যদি কখনো তুমি ফিরে দেখো—আমি থাকব তথাকথিত শান্ত, কিন্তু তোমার অনুপস্থিতির আলোকেই আলোকিত। যদি না—তবে তোমার জন্যও একটি ভালবাসার ধন্যবাদ রেখে যাচ্ছি, কারণ তুমি আমার গল্পে এসেছিলে, আমাকে বদলে গড়েছিলে, এবং আমাকে ছেড়ে যাওয়া পর্যন্ত পুরোটা করে দিয়েছিলে।
২৪ এপ্রিল — একটি তারিখ নয়, এটি একটি পাঠ। আর আমি প্রতিজ্ঞা করছি: তোমাকে ভুলবো না, কিন্তু নিজের জীবনটাও আবার ভালোবাসবো।
2025-11-05 18:15:04