কিশোরগঞ্জের ছেলে আমি ❤️👈 :
তোমাকে ছাড়া আমি ভালো নেই..!💔😭
ভেবে দেখছো....!!💔😭
একদিন আমি আর থাকবো না.... তোমার অপেক্ষায় থাকতে থাকতে একদিন সত্যিই নিঃশ্বাস থেমে যাবে। হয়তো কোনো এক সন্ধ্যায় তোমার নাম ধরে চোখ ভিজতে ভিজতে আমি চিরতরে হারিয়ে যাবো। তখন চারপাশে কান্নার শব্দ হাহাকার, মানুষের ভিড়- সবাই বলবে, 'সে আর নেই। 'খবরটা বাতাসের মতো তোমার কাছেও পৌঁছে যাবে সেই। মুহূর্তে তুমি কি থেমে যাবে বুকের ভিতরটা কেমন জানি খালি খালি লাগবে না?
হয়তো তুমি একবার শেষ বারের মতো দেখতে আসবে আমাকে। আসবে তো??
এসে দেখবে সাদা কাপড়ে ঢাকা আমার নিথর দেহ, চারপাশেই কান্নার ঝড়, কোলাহল, আর - আমি নিশ্চুপ চিরতরে নীরব। যে ঠোঁট একদিন শুধু তোমার নাম উচ্চারণ করতো, আজ তা বন্ধ; যে চোখ একদিন তোমাকে খুঁজে ফিরেতো, আজ চিরতারে নিভে গেচে । অথচ এই হৃদয় ছিলে তোমার জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ।
তুমি যখন আমার দিকে তাকাবে, হয়তো তোমার বুকের ভেতরটা হাহাকার করবে করে উঠবে। বাবে সে মানুষটাই তোমাকে তার সবটুকু ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছিল। হয়তো তোমার আশ্রয় ঝরবে, কিন্তু আমি তো আর কিছু দেখতে পাবো না। আমার তখন শুধু নিথর শুয়ে থাকবো, চারপাশে কান্নার শুনতে পাবো না, শুধু ঠান্ডা হাওয়ায় মিলিয়ে যাবো।
তখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগবে- আমি কেন এভাবে চলে গেলাম? কিন্তু উত্তর তোমার হাতে নেই। একটা লুকিয়ে থাকবে আমার দীর্ঘ অপেক্ষার রাতগুলোতে, যে রাতগুলোতে আমি তোমার জন্য জেগে ছিলাম। লুকিয়ে থাকবে আমার বেজা বালিশ, যে বালশি তোমার নাম ধরে কান্না করেছিলাম। লুকিয়ে থাকবে আমার ভাঙ্গা হৃদয়ের প্রতিটা টুকরোতে। তখন তুমি বুঝবে- ভালোবাসা হারিয়ে গেলে কেমন লাগে, অবহেলিত মানুষ একদিন কেমন করে অচেনা হয়ে যায়। তখন হয়তো তুমি অপেক্ষা করবে -যদি একটু আগেই বুঝতে যদি একটু আগে ফিরে আসতে! কিন্তু তখন আর কিছু করার থাকবে না। আমার জীবন তখন শেষ হয়ে যাবে শুধু রয়ে যাবে আমার ভালোবাসার স্মৃতি আর তোমার বুকের ভেতর জমে থাকা অনুশোচনা..!💔😌
2025-11-07 08:25:16