💫𝓝𝓾𝓻 𝓝𝓪𝓫𝓲 ★🍂 :
ভালোবাসা মানে কি তুমি বুঝো,
তাহলে শনো ভালোবাসা মানে কি,
ভালোবাসা মানে শুধু ভালবাসি বলা না,
ভালোবাসি বলেই ভালোবাসা হয়না,
ভালোবাসা মানে একজন আরেকজনের জীবনের প্রতি দায়বদ্ধ থাকা, তার হাসিতে নিজের আনন্দ খোঁজা, তার দুঃখে নিজের ভেতরটা কাঁপিরে তোলা, ভালোবাসা মানে তার সবকিছুর পাশে দাঁড়ানো - সুখে দুঃখে, ভালো সময়ে আর সবচেয়ে খারাপ সময়েও, ভালোবাসা মানে নিজের ভালো লাগার চেয়ে তার ভালো থাকাকে বেশি গুরুত্ব দেওয়া, ভালোবাসা মানে নিজেকে হারিয়ে তার মাঝে নিজেকে খুঁজে পাওয়া, সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ করা হয়, এবার বুঝলা জান, ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলো ভালোবাসি বললেই ভালোবাসা হয়না
i love you বললেই ভালোবাসা হয় না🙂🥀
2025-11-06 13:17:17