❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
"তুমি চলে গেছো… কিন্তু অদ্ভুতভাবে তুমি আমার হৃদয়ের ভেতর একদম সবচেয়ে সুন্দর জায়গাটাতেই থেকে গেছো। চলে গিয়েও তোমার উপস্থিতি যেন আরও গভীর হয়ে গেছে। মানুষ যখন থাকে, তখন তার গুরুত্ব বোঝা যায় না; কিন্তু যখন সে আর থাকে না, তখন বুঝি—হৃদয়ের নীরব কোণে কারা আসলে জায়গা করে নিতে পারে।
তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করিনি কখনো, আর পারিওনি। কারণ তুমি শুধু একজন মানুষ নও—তুমি আমার জীবনের একটা সময়, একটা অনুভূতি, একটা শ্বাসের মতো স্মৃতি। তুমি দূরে থেকেও আমাকে বদলে দিয়েছ, আমাকে শিখিয়েছ কীভাবে ভালোবাসলে মানুষ শক্তিও পায়, আবার ভেঙেও পড়ে।
আজ তুমি নেই, তবুও তোমার হাতের ছোঁয়া, তোমার চোখের ভাষা, তোমার বলা ছোট ছোট কথাগুলো আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয়—তুমি চলে যাওয়ার পরেও মন থেকে মুছে যাও নি।
হয়ত তুমি ফিরবে না, হয়ত আমিও তোমাকে আর খুঁজবো না… কিন্তু এতটুকু সত্য চিরদিন থাকবে—
তুমি চলে গেছো, তবুও তুমি আমার হৃদয়ে সবচেয়ে সুন্দর জায়গাটায় আছো, ছিলে, আর থাকবে… নীরবে, গভীরে, আমার ভেতরের চিরন্তন স্মৃতির মতো।"💔😅
2025-11-18 06:22:34