J<🫀 :
তুমি কি ভেবেছিলে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি একেবারে শেষ হয়ে যাব, দম বন্ধ হয়ে মারা যাব? হয়তো তাই ভেবেছিলে। কিন্তু সত্যি বলতে, তোমার চলে যাওয়ার পরও আমি বেঁচে আছি। হ্যাঁ, আমি শ্বাস নিচ্ছি, আমি হাঁটছি, আমি কথা বলছি কিন্তু এই বেঁচে থাকা আসলে কেবল একটা কষ্টের নাম।
প্রতিদিন তোমার কথা মনে পড়ে, চোখ ভিজে যায় কান্নায়। টানা ৩-৪ দিনও আমি শুধু চোখের পানি ফেলে গেছি, তবুও কষ্ট কমে না। রাতে ঘুম আসে না, এপাশ-ওপাশ করি শুধু তোমার নাম ভেবে। বুকটা চেপে ধরে, মনে হয় শ্বাস বন্ধ হয়ে যাবে, তবুও সকাল আসে আর আমি টিকে যাই।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমি এখনো বেঁচে আছি তোমাকে ছাড়া। যাকে ছাড়া এক মুহূর্ত বাঁচার কথা ভাবতে পারতাম না, আজ তার ছাড়াই আমি বেঁচে আছি। কিন্তু বিশ্বাস করো, এই বেঁচে থাকাটা কোনো জীবন নয়,এটা শুধু একটা দীর্ঘ কষ্টের যাত্রা, যেখানে প্রতিটি নিঃশ্বাসে তোমার অভাব আমাকে ছিন্নভিন্ন করে দেয়।❤️🩹🥀🙂
2025-11-08 10:21:59