🐺WOLF🐺 :
তুমি বলেছিলে আমি অনেক ভালো, তাহলে আমায় রেখে তুমি কেনো খুঁজতে গেলে আরো ভালো?"
এই প্রশ্নটা বার বার মনে আসে, কোনো উত্তর পাই না। কখনো কখনো মনে হয়, তুমি হয়তো ভুল বুঝেছিলে, অথবা আমি তোমার চোখে যথেষ্ট ছিলাম না। তোমার কাছে আমি ছিলাম একসময় সবকিছু, কিন্তু এখন কেন যেন আমার অস্তিত্বে তেমন গুরুত্ব নেই। যখন তুমি বলেছিলে, "তুমি অনেক ভালো", তখন আমি বিশ্বাস করেছিলাম—এটা ছিল একটা দৃঢ় প্রতিশ্রুতি, যেন আমরা একে অপরের পৃথিবী হয়ে যাব।
কিন্তু জীবন তো কখনো থেমে থাকে না, সময়ের সাথে সাথে আমরা পরিবর্তিত হই, আমাদের চাহিদা, আমাদের কল্পনা, আমাদের আবেগের গতিপথও বদলে যায়। আমি যে ভালো ছিলাম, সেটা হয়তো আর তোমার কাছে যথেষ্ট ছিল না। হয়তো তুমি কিছুটা হারিয়ে গেছ, অথবা নতুন কিছু খুঁজতে গিয়েছিলে, যা আমার মধ্যে ছিল না। কিন্তু তাও, আমি কি ভুল ছিলাম? আমি কি অন্য কিছু হতে পারতাম?
আমার ভেতর এই প্রশ্নগুলো ঘুরপাক খায়, আর মনে হয়, কখনো কখনো আমরা ভালো থাকলেও, আরেকটু ভালো খুঁজে পাওয়ার ইচ্ছা মানুষকে অন্য জায়গায় নিয়ে যায়। কিন্তু তারপরও, আমি জানি—আমার ভালো থাকা, আমার নিজস্ব প্রাপ্তি, কোনোদিন তোমার খোঁজার চেয়ে কম ছিল না। হয়তো আমরা দুজনেই ভিন্ন পথের পথিক, কিন্তু আমার মনে হয়, সঠিক পথ বেছে নিতে তোমার সিদ্ধান্তে ভুল ছিল না। তবে, তুমিও কি জানো—যতটুকু ভালো ছিলাম, তার থেকেও বেশি ভালো হবার জায়গা ছিল, শুধু আমার জন্য অপেক্ষা করছিল।
তুমি যখন আমাকে খুঁজে নাও, তখন আমি আর আগের মতো নই। আর সেই ভালোটা, যেটা ছিল তুমির চোখে, সেই ভালোটা আর তোমার কাছে ফিরে আসে না। আবারও যদি আমাদের পথ এক হয়, জানো কি? এবার ভালো থাকার জন্য আমি একটুও কম খুঁজবো না। আমার ভালোটা একেবারে পূর্ণ হবে, এবং তুমি যদি খুঁজতে চাও, আমি তোমাকে বলতে পারবো—এখন আমি আছি, ঠিক যেমন আমি ছিলাম, এবং কখনো সেও আমার ভালো কম ছিল না।💔😅
2025-11-07 06:34:32