❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
সময় বলে, সবকিছু বদলে যায় — কিন্তু আমি এখনো বদলাতে পারিনি। আজ ২০২৫, অথচ আমার মন যেন এখনো ২০২৩ সালের সেই জায়গায় আটকে আছে, যেখানে তোমার হাসিটা ছিল আমার প্রতিদিনের শান্তি। সবাই বলে, সময় সব ঠিক করে দেয়, কিন্তু আমি দেখেছি — সময় শুধু মানুষকে দূরে সরিয়ে দেয়, ভালোবাসাকে নয়। আমি আজও প্রতিদিন ঘুমানোর আগে তোমার কথাই ভাবি, ভাবি কেমন আছো তুমি, তুমি কি কখনও আমাকে মনে করো?
২০২৩ সালের অনেক কিছু মুছে গেছে — সেই দিন, সেই মুহূর্ত, সেই শহরের আলো — কিন্তু তোমার উপস্থিতি এখনো আমার মনে স্পষ্ট। আমি জানি, তোমাকে হয়তো আর ফিরে পাব না, কিন্তু ভালোবাসা তো ফিরে পাওয়ার জন্য হয় না। ভালোবাসা মানে হলো কারো অনুপস্থিতিতেও তাকে অনুভব করা, তাকে নিজের ভেতরে বাঁচিয়ে রাখা।
অনেকে হাসে, বলে ‘এখনও ২০২৩ নিয়ে বসে আছো?’ — হ্যাঁ, বসে আছি। কারণ ওটা শুধু একটা বছর ছিল না, ওটা ছিল আমার জীবনের সবচেয়ে প্রিয় সময়, যখন আমি সত্যিকারের কাউকে ভালোবেসেছিলাম। হয়তো আজ তোমার পাশে অন্য কেউ আছে, হয়তো তুমি এখন হাসো অন্য কারও সঙ্গে, কিন্তু আমি আজও তোমার নাম শুনলে বুকটা কেঁপে ওঠে। আমি আজও তোমার সেই পুরোনো মেসেজগুলো পড়ি, সেই ছবিগুলোর দিকে তাকিয়ে হারিয়ে যাই, যেন ২০২৩ ফিরে এসেছে আবার।
আমি জানি না, এই ভালোবাসার কোনো শেষ আছে কিনা। আমি শুধু জানি — তুমি ছিলে, আছো, আর থাকবে... আমার ২০২৩-এর গল্পে, আমার জীবনের প্রতিটি শ্বাসে। কিছু মানুষ আসে না আবার, কিন্তু তারা থেকে যায় আমাদের ভেতরে চিরকাল। আর আমি হয়তো এগোতে পারব একদিন, কিন্তু ভুলতে পারব না কখনো... কারণ আমি এখনো ২০২৩ সালের একজন মানুষকে ভালোবাসি — একদম নিঃস্বার্থভাবে, নিঃশব্দে, আজও, প্রতিদিন..💔🥹
2025-11-09 14:39:43