mdmasumBilla9782 :
ওই জে মায়াবতী,লাজুক লাজুক দুটি আঁখি"দেখতে মাশাল্লাহ,,,মাটির তৈরি একটা পুতুল বানাইছে আল্লাহ,,,তুমি যেনো চাঁদের মেয়ে চাঁদ কুমারী অপূর্ব রূপের রানী,,,তোমার রূপ দেখলে যেনো মুছে যাই সবগুলা গ্লানি,,,সত্যিই বন্ধু যতই দেখি ততই ভালো লাগছে আরো বেশি বেশি দেখতে ইচ্ছা করে
মানুষ মূলত কল্পনায় সুখী।
কল্পনার জগতের সবকিছুই তাকে সুখে রাখে। কল্পনা বাস্তবে রূপ নেবে না, জানা সত্ত্বেও মানুষ কল্পলোকে হারাতে ভালোবাসে। কল্পনার জগতে কল্পিত কল্পনাগুলো তার বিধ্বস্ত হৃদয়ে কিঞ্চিৎ স্বস্তির আবির্ভাব ঘটায়। তাই মানুষ কল্পনায় হারাতে ভালোবাসে।
যদিও কল্পনা ভাঙার পরের মুহূর্তে হতাশা, আক্ষেপ তাকে গ্রাস করে। বিষাদময় অন্তর আরও তীব্রভাবে বিষাদে পোড়ে। ভিতরের আত্মচিৎকার অন্তর ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। তবুও মানুষ সাময়িক সুখের জন্য কল্পনায় হারাতে ভালোবাসে।
মানুষ কিঞ্চিৎ সুখের যত্ন নিলেই ফুল ফোটে' যত্ন নিলেই ভালোবাসা বাড়ে" 🌼🍀💙:সময়ের আগে কিছুই ফুটে না... ভালোবাসাও নয়। তুমি আসবে ঠিক সময়েই, ঠিক যেমন বসন্ত আসে!" 🍃💞@🕊️বাহার✨ফুল ফুটতে হলে বসন্তের অপেক্ষা করতে হয়...😊🌸
রিপ্লাই দিবে প্লিজ
2025-11-11 06:14:07