@axcb008: আমি এখন আর আগের মতো নেই...🥺😔 আগে আমি সহজ ছিলাম, সোজা ছিলাম... ভালোবাসলে মন খুলে ভালোবাসতাম, ভুল হলে ক্ষমা করতাম। মানুষ চিনতাম হৃদয় দিয়ে — not চোখ দেখে, মুখের হাসি দেখে। আর আজ? আজ আমি শিখে গেছি — সবাই আপনার মতো সরল না, সবাই ভালোবাসতে জানে না... 😞 কিছু মানুষ শুধু ভাঙতেই জানে। আমি ধীরে ধীরে বদলে গেছি... হ্যাঁ, এটা চাইতেও না, এই চলেযাওয়া ঠিক করে নয়। এই “হাসিমুখে চুপ করা” পেছনে লুকিয়ে আছে হাজারো কষ্ট, অপমান, অবহেলা... আমি হাঁপিয়ে উঠেছিলাম। একসময় এসে বুঝে গিয়েছিলাম — নিজেকে বাঁচাতে হলে নিজেকে সরিয়ে ফেলতে হয়। আমি চুপ ছিলাম, কারণ বারবার বলা সহজ, ও কেউ বুঝতে চায়নি। আমি হাসতাম, কারণ কাঁদা দেখিয়ে করুণা চাইনি। আমি দুর্বল ছিলাম না... 🖤 আমি শুধু মানুষ চিনতে শিখছিলাম। যখন দেখলাম, নিজের গুরুত্ব বোঝাতে গেলেই নিজেকে ছোট হতে হয়, তখন আমি গুটিয়ে নিয়েছি নিজেকে। ভালোবেসেও সম্মান না পাওয়া, প্রতিবার বোঝাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা... সব মিলিয়ে আমি একদিন কেবল ‘নিজের কাছে’ ফিরে এসেছি। আজ আমি চুপ... কারণ এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের সাথে। এখন আমি হাসি... কারণ আমি জেনে গেছি, নিজের সুখের চাবিটা নিজের হাতেই থাকে। এখন আমি কাউকে হারানোর ভয় পাই না, কারণ আমি নিজেকে অজান্তে হারিয়ে ফিরে পেয়েছি। তাই এখন আর মন জয় করতে চাই না, শুধু নিজের মনটাকেই শান্ত রাখতে চাই। হ্যাঁ, আমি নিজেকে ভালোবাসি — নিজের মতো করে, নিজের নিয়মে, নিজের জগতে। কারণ শেষমেশ শিখে গেছি — এই পৃথিবীতে কেউ আপনার কষ্ট দেখে না... দেখে আপনি কতটা নীরব, আর কতটা সহ্য করতে পারেন। আমি হার মানিনি... আমি শুধু আর কারও জন্য নিজেকে ভাঙতে রাজি নয়। আমি এখন নিজেকেই জয় করেছি। 💖💖💖
👑𝐑𝐈𝐅𝐀𝐓 𝐄𝐃𝐈𝐓𝐎𝐑𝐅💎
Region: BD
Wednesday 12 November 2025 12:29:03 GMT
Music
Download
Comments
😈SHAON.HERO😈 :
🥰🥰🥰
2025-11-16 12:25:31
0
🖼🎨🖌Yousuf edit zone🎭🎭🖥️ :
♥️♥️♥️
2025-11-12 12:51:49
0
To see more videos from user @axcb008, please go to the Tikwm
homepage.