মায়াবী চোখ দুটি যেন গভীর রাতের আকাশের মতো যেখানে তারা জ্বলে আর পথ দেখায় সেই চোখের চাহনিতে হারিয়ে যায় সব চিন্তা মনে হয় যেন পৃথিবীর সব রং মিলে তৈরি হয়েছে সেই দুটি চোখ মাশাআল্লাহ অবনীর বুকে যেন একটি গোলাপ ফুল মোহনীয় সৌরভে মন মুগ্ধতায় আকুল সমস্ত রূপের শ্রেষ্ঠ বাহার নেই কোন ভূল সত্যিই তুমি সদ্য ফোটা একটি গোলাপ ফুল🌹🌹