@tawsiya64: যদি মারা যাই তাহলে আমার খবর একবার এস, শেষবারের মত শুধু একবার। আমি চাইনা তুমি কাঁদো। আমি চাইনা তুমি দুঃখ পাও। শুধু নিরবে দাঁড়িয়ে থেকো কিছুক্ষণ। যেন আমার নিস্তব্ধ আত্মা তোমার উপস্থিতি টের পায়। জানি জীবিত অবস্থায় আমি তোমাকে আমার করে রাখতে পারিনি। মৃত্যুর পর একবার দেখতে চাই তোমার ঐ মায়াবী চেহারা। আমি না দেখি আমার আত্মাকে দেখবে। তাও যদি সম্ভব হহয় একবার এসো।যেটার জন্য প্রতিদিন পুড়ছি কেদেছি ভালোবেসেছি দিন শেষে তুমি হয়তো ভুলে যাবে আমার নাম আমার গল্প আমাদের কাটানো সময় গুলো কিন্তু আমার কবরে একটা ফুল রাখিয় যে আমি জানি মূহুর্তের জন্য হলে ও আমাকে মনে করছ আমি চায় না তুমি আফসোস করো শুধু চায় বুঝে যায় আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম এমন ভালোবাসা যায় দূর থেকে ও হারমানায় আমি মরে গেলে আকাশে মেঘ জমবে বাতাস হালকা ঠান্ডা হলে মনে রেখো আমি পাশে আছি তোমাকে দেখছি তোমার নামের প্রতিটা আওয়াজ তখন ও আমার রিদয়ে ভাজবে ঠিক যেমন এখন বাজে আমি মরে গেলে আমার কবরে এস হয় তো তখন তোমাকে দেখে আমার রিদয় ভরে যাবে যদি আমি চোখ কোলে তাকাতে পারমু না কিন্তু আমার নিঃশব্দ রিদয় তখন ও তোমার জন্য উদানিত হবে 💔😭