@hashikhushi112: ১৯৯৬ সালের জনপ্রিয়তা জরিপে এক মজার তথ্য পাওয়া যায়। মোট ১০ জন নায়কের তালিকায় সালমান শাহ–এর পাশাপাশি ছিলেন আরও ৯ জন তারকা। কিন্তু বিস্ময়ের বিষয়— বাকি ৯ জন তারকার মোট ভোট = ২,৭১৮ সালমান শাহ একার ভোটই = ২,৬৬৪ অর্থাৎ ৯ জনকে একসাথে যোগ করলেও সালমান শাহ–এর কাছাকাছি পৌঁছাতে পারেনি। সত্যিই, রুবেলকে নাকি হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না, আর সালমান শাহের মহিমা নিয়ে কথা বলতে সব কজনই এসে হাজির! 😆 এরও এক বছর পর, ১৯৯৭ সালে বিএফডিসিতে এক সাক্ষাৎকারে নায়ক জসিম বলেছিলেন— “আমরা সমস্ত শিল্পীরা যদি এক পাল্লায় উঠি, আর সালমান শাহ অন্য পাল্লায় ওঠে—তাহলে সালমান শাহ–এর পাল্লাটাই ভারী হবে।” এবার হিসাব মিলিয়ে দেখুন— জসিমের সেই কথাটা ঠিক ছিলো, নাকি ঠিক ছিলো না#salmanshahfan #সালমান_শাহ্