❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
কেউ দুনিয়া থেকে নাজাত চায়, কেউ আবার পরকালের শান্তি খোঁজে… অথচ আমার সমস্ত চাওয়া, সমস্ত দোয়া, সমস্ত আশা এক জায়গায় গিয়ে থামে—তোমার নামের কাছে। মানুষের ভিড়ে হাজার মুখ আসে-যায়, হাজার স্বপ্ন ভাঙে-গড়ে, কিন্তু আমার হৃদয়ের দরজায় স্থায়ীভাবে কড়া নাড়ার অধিকার শুধু তোমারই ছিল।
তোমাকে চাই বলাটা কখনোই কোনো লোভ বা দাবি ছিল না—এটা ছিল আমার রূহের সহজাত আকুলতা। যেন খোদা আমাকে বুঝিয়েছিলেন, “সবকিছুর মাঝে যদি কাউকে রাখতেই হয়, তবে এমন কাউকে রাখো যে তোমার ভাঙা অংশগুলো জোড়া দিতে পারে।” আর তুমিই সেই শান্তির জায়গা, যে জায়গায় গিয়ে আমি নিজের অস্থিরতাকে থামাতে পারি।
আজ দুনিয়া যতই ব্যস্ত হোক, যতই মানুষ বদলে যাক, যতই সময় কঠোর হয়ে উঠুক—আমি শুধু এটাই চাই, খোদা যেন তোমাকে আমার দোয়ার কিয়ামত করে দেন। কারণ তোমাকে পাওয়া মানে শুধু কাউকে পাওয়া নয়—এটা এক ধরনের নীরব সুখ, যা শব্দেরও বাইরে, যুক্তিরও বাইরে… কেবল হৃদয়ের গভীরতম স্তরে বোঝা যায়।
যদি কখনো জানতে চাও, আমার হৃদয়ে তোমার জায়গাটা কোথায়—জেনে রেখো, দোয়া আর আকাঙ্ক্ষার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, ঠিক সেই জায়গাটা তোমার নামে পূর্ণ হয়ে আছে।💔😅
2025-11-17 05:55:40