❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
কেন তোমার জন্য এত মন পুড়ে, কেন তোমার জন্য বুকের ভেতর অবিরাম ব্যথা জমে, আমি নিজেও বুঝি না।
প্রতিদিন তোমার চিন্তায় শুরু হয়, তোমার স্বপ্নে শেষ হয়। তোমার হাসি আমার জীবনের আলো, তোমার চোখে আমি হারিয়ে যাই, আর তুমি নেই। তুমি না থাকলে এই শহরের সব কোলাহলও যেন বেজে ওঠে, কিন্তু কোনো সুর বা শব্দ আমাকে আনন্দ দিতে পারে না।
আমি চেয়ে আসছি তোমার কাছে, শুধু তোমার কাছে, অথচ তুমি আমার কাছে কখনো আসো নি। আমি হাজারবার নিজেকে বলি, “সব ঠিক হয়ে যাবে, ভুলে যা,” কিন্তু মনে হয় ভুলে যাওয়াই এখন অসম্ভব। তোমার স্মৃতি এত গভীর যে, রাতের অন্ধকারেও তোমার নাম আমার হৃদয় বলে।
কতবার কল্পনা করেছি আমরা একসাথে, হেসে, রাস্তায় হাঁটতে, একসাথে চা খেতে। আর সেই কল্পনা এখন শুধু ব্যথার সঙ্গে ঝুলে আছে। আমি চেয়েছি তোমাকে শুধু নিজের মতো ভালোবাসতে, কিন্তু বাস্তবতা আমাকে বার বার মনে করিয়ে দেয়, তুমি আমার নয়।
তবুও, আমি তোমার জন্য মন পুড়াই, বুক ব্যথা করি, চোখের জল ছাড়ি। তোমার ছায়া আমার প্রতিটা শ্বাসে, প্রতিটা স্বপ্নে, প্রতিটা হৃদয়ের গহ্বরে। তুমি শুধু একটি নাম নয়, তুমি আমার ভালোবাসার সংজ্ঞা, আমার নীরব গল্প, আমার অমর অনুভূতি।
আজও, রাতের নীরবতা আমার কাঁধে এসে বসে, আমি তোমার কথা বলি, আমি তোমার কথা শুনি, আমি তোমার জন্য বেঁচে থাকি।💔🌙
2025-11-17 06:59:09