Doyal Sarkar :
হারিয়ে গেলে খুঁজে নিতাম,, কিন্তু তুমি তো বললে গেছো,, "না পাওয়া প্রিয় মানুষের পিক ফোনে রেখে দেওয়ার যে ব্যাপার'টা!,, " চাইলেই সবকিছু ভুলা যায় না,, কিছু জিনিস মনে থেকে যায় আজীবন! জীবনে অত্যাধিক আশা করাই, সমস্ত হতাশার মূল কারণ..! কথা সামান্য নয়, কথার আঘতের মানুষ গন্তব্য বদলায়..! "এত কাছে এসেও এভাবে হারিয়ে যাবে কখনো ভাবিনি..! "হাঁটছি শুধু বাঁচার জন্য, যাওয়ার কোনো গন্তব্য নেই..! " ছোট্ট একটা জীবন, তবুও কত পাওয়া না পাওয়া আক্ষেপ..! " অভ্যাস? আমার মূলত ভুল মানুষকে ভুলতে পরি না..! মিথ্যার রাজত্ব চিরকাল থাকে না, তবে সত্যিই সবসময় চিরস্থায়ী হয়!
2025-11-20 19:25:18