Tanvir Ahmed :
বিস্বাস করো, আমি আর পারতাছি না। তোমাকে ছাড়া থাকতে বুকের ভিতরে এক অস্থিরতা, এক দুঃখের গহ্বরে ডুবে যাচ্ছি প্রতিদিন। তুমি যখন পাশে ছিলে, তখন জীবন ছিল এক সুন্দর সুরে বাঁধা। কিন্তু এখন, তোমার অনুপস্থিতিতে সব কিছু যেন শূন্য, বিষন্ন। আমি বুঝতে পারি না কিভাবে সময় চলে যাচ্ছে, কিভাবে প্রতিটি মুহূর্ত কেটে যাচ্ছে তোমার স্মৃতিতে ভরা চোখে।
কতবার তোমাকে পাওয়ার জন্য ছুটেছি, কতবার ভাবলাম— যদি একবার হলেও তোমার কাছে পৌঁছাতে পারতাম, যদি তোমার হাতটি ধরে একটা মিনিটের জন্য তোমার কাছে থাকতাম! কিন্তু কিছুই তো হইলো না, তুমি শুধু স্মৃতিতে, কল্পনায় রয়ে গেলে। এতটা সময় কেটে গেলেও তোমার সাথে কাটানো সেসব মুহূর্ত এখনো তাজা, অবিরত আমার হৃদয়ে ঘুরে ফিরে আসে। তোমার হাসি, তোমার কথা, তোমার স্পর্শ—এগুলো যেন একটা অভাব, যেটা কোনও কিছু দিয়েই পূর্ণ করা সম্ভব নয়।
আজ যদি তোমাকে একবার দেখতে পারতাম, তোমার মুখের সেই অশান্তি, সেই শান্ততা, সব কিছু বুঝতে পারতাম—তাহলে হয়তো আমি কিছুটা হলেও শান্তি পেতাম। কিন্তু কী যে জানি! তুমি চলে গেছো, তোমার স্মৃতি ছাড়া কিছুই আর আমার কাছে নেই।
আমার মনে হয়, এই অনুভূতিগুলো, এই শূন্যতা, যতদিন তুমি ফিরে না আসো, ততদিন যেন কখনো মুছবে না। আমি জানি, তুমি ছাড়া আমার পৃথিবী এক একাকী শূন্যতা হয়ে যাবে।
এত কিছুর পরও, তোমাকে চাইতে আমি নিজেকে আটকাতে পারি না, এই অপেক্ষা, এই আশা কখনো থামবে না। তোমার জন্য বুকটা প্রতিদিন আরো বেশি হাহাকার করে।💔😅
2025-11-23 15:26:53