@tushar_bhai5: মাটি যখন কাঁপে, তখন গুলশানের ৩০ তলা আলিশান ফ্ল্যাট আর বস্তির টিনের ঘরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। মৃত্যুভয় সবার বুকেই সমান। আমরা কোটি টাকা খরচ করে দালান বানিয়ে ভাবছি খুব সেফ আছি। অথচ আজকের কয়েক সেকেন্ডের ঝাঁকুনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আমাদের এই আধুনিক সভ্যতা আসলে তাসের ঘরের মতোই নড়বড়ে। এটা ছিল একটা ছোট্ট রিমাইন্ডার বা ট্রেইলার। যেন প্রকৃতি কানে কানে বলে গেল তোমরা ভাবছো এই পৃথিবীটা তোমাদের? ভুল! তোমরা এখানে শুধুই ক্ষণিকের ভাড়াটে।🥹#france🇫🇷シ #ক্যাপশন #fypシ゚viralシfypシ゚viralシalシ #1milion #bangladesh🇧🇩tiktoki