MR Rimon Chowdhury)🌸 :
আমি জানিনা আমার কি হবে, তবে তোমাকে কিছু কথা বলি শোনো..?
যদি কাউকে সত্যি ভালবাসতে মন চায় তাহলে প্রথম দিনের মতো করে শেষ দিন পর্যন্ত ভালোবাসবে,,, আর যদি কিছুদিন পর তাকে অবহেলা করতে মন চায় তাহলে,, অনুরোেধ অযথা কাউকে ভালোবেসে পাশে থাকার স্বপ্ন দেখাবে না.. আমি ভালোবেসেছি এমন একজনকে, সে কখনো জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে, সে আমায় কখনো বলেনি যত যাই হোক না কেন আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না,, সে কখনো আমায় আমার মত করে ভালবাসেনি,, আমাকে বোঝার চেষ্টা করেনি,, আমি হারিয়ে গিয়ে ও দেখেছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি,, মাঝে মাঝে অনেকটা অভিমান নিয়ে একলা ছিলাম, সে কখনো অভিমান ভাঙানোর চেষ্টা করেনি,, আমি দূরে গিয়েও দেখেছি সে কখনো কাছে টানার চেষ্টা করেনি,, তাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি,, কিন্তু সে কখনো আমার ভালোবাসা বোঝার চেষ্টা করেনি, তোমাকে পাওয়ার লোেভ পৃথিবীর সকল বিলাসিতাকে হার মানায়,, এই পৃথিবীর সকল কিছুও যদি আমার কাছে এনে দেওয়া হয় তবুও, তুমি নামক এক শূন্যতা রয়ে যাবে আমার কাছে..😅
2025-11-22 10:18:38