তোমাকে অন্যের পাশে দেখা, সহজ ছিল না, তবুও তাকিয়ে থাকতে হয়েছে-ভাঙা বুক নিয়ে, চোখে জল আটকে রেখে।
হয়তো তুমি জানোনি, তোমার হাসির আড়ালে আমার কষ্টগুলো কীভাবে হাহাকার করত! তোমার হাত ছিল কারো হাতে,
আর আমার হাত? নিজের বুকের উপর চেপে ধরা -চিৎকার যেন বেরিয়ে না আসে! প্রেম ছিল একপাক্ষিক, তবুও ছিলো নিঃস্বার্থ...
তোমার সুখের জন্য নিজের দুঃখকে চুপচাপ গ্রহণ করেছি হাজারবার।
আজও মনে পড়ে সেই দৃশ্য-তুমি অন্য কারো পাশে দাঁড়িয়ে, আর আমি দাঁড়িয়ে ছিলাম অদৃশ্য হয়ে, নিজের ভালোবাসা গোপনে গিলে ফেলে।
তোমাকে অন্যের পাশে দেখা, সত্যিই সহজ ছিল না... তবুও দেখতে হয়েছে...🌼