❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
সে অন্যেরও হতে চায়, আবার আমাকেও রাখতে চায়। মাঝে মাঝে মনে হয়, সে নিজেকে খুঁজে পেতে চায়, কিন্তু আমার মধ্যে সে একটা জায়গা খুঁজে পেয়েছে—একটা আশ্রয়, একটা সঙ্গী। আমি বুঝি, তার হৃদয়ে দ্বন্দ্ব চলছে। একদিকে অন্যদের প্রতি আকর্ষণ, অন্যদিকে আমার প্রতি কিছু গভীর অনুভূতি। আমি নিজেও কখনো ভাবি, কি হতে পারে আমাদের সম্পর্ক? কি চাই আমি? কি চাই সে?
তবে, কখনো কখনো জীবন আমাদের এমন পরিস্থিতিতে ফেলতে থাকে যেখানে আমরা ভালোবাসার অনুভূতিগুলোকেও মাপি না, শুধু সময়ের চাহিদা অনুযায়ী চলতে থাকি। আমি জানি, তার এই দ্বিধায় কোনো খারাপ উদ্দেশ্য নেই, কিন্তু মনে হয়, আমার হৃদয়ও কিছুটা বিভ্রান্ত হয়ে যায়। তবুও, আমি অপেক্ষা করি। অপেক্ষা করি সে যখন বুঝবে, কখন সে সত্যিই তার হৃদয়ের কথা শুনবে।
এখনো জানি না, আমাদের পরিণতি কি হবে। তবে যতদিন সে আমার পাশে থাকবে, ততদিন আমি হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজে চলবো। কিছু কিছু অনুভূতি কখনো শেয়ার করা যায় না, শুধু অনুভব করা যায়। ভালোবাসা কখনো সরল পথ ধরে চলে না, তবে যেখানেই নিয়ে যাক, আমি প্রস্তুত।🙂💔
2025-11-24 06:30:05