🎇কাজী নাছির উদ্দিন ফেনী 🇧🇩 :
:অনেক দিন পর নিজেকে নিয়ে কিছু কথা লিখলাম,.! ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি,হয় তো আমি পাগল, হয় তো অনূভুতির ভিতরে, কোন এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে,তবু নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি.! যে দিন ভিতরটা একেবারে ভেঙে গিয়েছিল সেদিনও বাইরে থেকে এক চিলটে হাসি মুখে নিয়ে সবার সামনে দাড়িয়ে ছিলাম.! কষ্ট গুলোকে আমি বন্ধু বানিয়েছি,একাকিত্ব কে আপন করে নিয়েছি, মানুষ ভাবে আমি হই তো সুখী, শক্ত নিলুপ্ত,কিন্তু তারা জানে না,প্রতিরাত এক একটা লড়াই,নিজেই নিজে বুঝিয়ে রাখি.!তুই ভালো আছিস, অথচ আমি জানি, আমি ভালো নেই আমি ভেঙে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে, আর এই ধংস হওয়াটাকেই যানো ভালোবেসে ফেলেছি.! আমি সেই মানুষ যে হাড় মানার আগেই হাসে, কারণ জানি কান্না দেখিয়ে লাভ নেই, পৃথিবী সুধু শক্ত দের মনে রাখে, দূর্বল দের নয়.! তাই আমি অদ্ভুত, আমি অনুভূতির আগুনে পূরে যাওয়া নিরব যোদ্ধা.! আমার জীবন কোন সুখের গল্প নং এটা নিঃশব্দ বিপ্লব, যেখানে হাসির আড়ালে লুকানো থাকে হাজারো না বলা কথা.! ভাঙা স্বপ্ন, হারিয়ে যাওয়া আমি..!
2025-11-28 20:40:38