@jaun_elia_787: তারপর... কখনো কখনো মনে হয়, মৃত্যু যদি হতো একটু সহজ তাহলে হয়তো এই বুকভরা যন্ত্রণা, এই নিঃশেষ শূন্যতার যাত্রাটা শেষ হতো। কিন্তু না... ভাগ্য যেন এক নির্মম দর্শক, সে মরে যেতে দেয় না, আবার বাঁচারও কোনো মানে রাখে না। আমি এখন এক এমন জীবনের যাত্রী, যেখানে প্রতিটি নিশ্বাসই যন্ত্রণার প্রতিধ্বনি, আর প্রতিটি ধুকপুকানি মনে করিয়ে দেয় আমি এখনো বেঁচে আছি শুধু কষ্টের জন্য। কখনো নিজেকে আয়নায় দেখি, চোখে আমি নেই - শুধু শূন্যতার ছায়া। হাসার চেষ্টা করি, কিন্তু ঠোঁটও ক্লান্ত এখন, কারণ হাসির আড়ালেও যে কান্না আছে, সেটাও আর লুকানো যায় না। সবকিছু হারিয়ে ফেলার পরও আমি বেঁচে আছি, এইটাই সবচেয়ে বড় অভিশাপ যেখানে মৃত্যুও আমার উপর দয়া দেখায় না। রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন বুকের ভেতর থেকে উঠে আসে একটা শব্দ ধীরে, নিঃশব্দে, তবু কাঁপিয়ে দেয় ভেতরটা। ওটা আমার না-পাওয়ার আর্তনাদ, ওটা আমার ভাঙা স্বপ্নের শেষ চিৎকার, যেটা কেউ শুনতে পায় না, কিন্তু আমি প্রতিরাতে শুনি, নিজের ভেতর থেকে, নিজের শেষ প্রান্ত থেকে।ভালোবাসা? এখন সেটা একটা গল্প, যেখানে শুরু ছিলো, কিন্তু শেষ ছিলো ছুরির মতো ধারালো। তুমি ছিলে আমার প্রার্থনা, কিন্তু খোদা হয়তো শুনেছিলেন তোমার নামেই আমার শাস্তি লিখে। আজও তোমাকে ভুলতে চাই না, কারণ তোমাকে ভুললে এই কষ্টও হারিয়ে যাবে, আর আমি জানি - কষ্টই এখন আমার একমাত্র বেঁচে থাকার কারণ। আমি হাঁটি, কিন্তু গন্তব্য নেই; আমি বাঁচি, কিন্তু জীবনের কোনো মানে নেই; আমি হাসি, কিন্তু সেই হাসির নিচে লুকিয়ে আছে একটা মৃত হৃদয়। কখনো মনে হয়, আমি শুধু এক নিঃশেষ সময়ের ছায়া যে একদিন ছিলো পূর্ণ ভালোবাসায়, আজ বেঁচে আছে শুধু তার ভাঙা টুকরোগুলোর উপর। #BanglaStatus #BanglaEmotional #HeartBrokenFeelings #DeepFeelings #SadVibesBangla #BrokenHeartBangla #LonelySoul #PainQuotesBangla #LifeStruggleBangla #SadStatusToday #FeelingAlone #BanglaQuotes #EmotionalVideo #viralvideobangla
Jaun Elia
Region: BD
Thursday 27 November 2025 03:15:00 GMT
Music
Download
Comments
There are no more comments for this video.
To see more videos from user @jaun_elia_787, please go to the Tikwm
homepage.