❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
পৃথিবীতে সব কিছু বদলাতে পারে, সময়ের সাথে বদলে যেতে পারে পথ, মানুষ, অনুভূতি, এমনকি আমিও… কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা যেন এক অদৃশ্য প্রতিশ্রুতি—যা ভাঙার ক্ষমতা আমার নেই, চাইও না।
জানি, জীবনের সব দিন একরকম নয়। কখনো দূরত্ব বাড়ে, কথা কমে, ভুল বোঝাবুঝি এসে দরজায় কড়া নাড়ে। তবুও তোমাকে ভাবলেই মনে হয়—যে মানুষের জন্য এত অনুভূতি জমে আছে, সে তো হারিয়ে যাওয়ার জন্য নয়, বরং আরও গভীর হয়ে ফিরে আসার জন্যই আসে।
আমার সমস্ত অসম্পূর্ণতা, ভুল, রাগ, অভিমান—সব কিছুর পরও তুমি যেভাবে আমার ভেতরের ভালোটাকে খুঁজে পাও, সেটাই আমার শক্তি। পৃথিবীর হিসেব বদলাবে, মানুষ পরিবর্তন হবে, সময়ের গতি কমবে-বাড়বে… কিন্তু তোমার প্রতি আমার মমতা, যত্ন আর ভালোবাসা—সেগুলো শুধু বাড়বে, ক্ষয় হবে না।
তুমি আমার কাছে কোনো মুহূর্তের আবেগ নও—তুমি আমার শান্তি, আমার ঘর, আমার নিজের মানুষ।
আর যতদিন আমি শ্বাস নেব, ততদিন মনে রাখবে—আমি থাকব, ঠিক তোমার পাশে।
কারণ পৃথিবীতে সবকিছু বদলালেও, তোমাকে নিয়ে আমার অনুভূতি চিরকাল একই থাকবে।”💔😅
2025-11-28 08:42:56