@aeitae: ইতি… মানুষের জীবনে অনেক নাম আসে, অনেক মুখ আসে, কিন্তু খুব কম মানুষ এমন থাকে যাদের চলে যাওয়া শুধু চোখ ভেজায় না— পুরো ভেতরটা চুপচাপ ভেঙে দেয়। তোমাকে হারানোর পর বুঝেছি, অভাব কাকে বলে… তা কোনো শব্দে, কোনো ভাষায় বুঝানো যায় না। এটা এমন একটা অনুভূতি— যা প্রতিদিন, প্রতিরাতে নীরবে ভেতরটাকে খেয়ে খেয়ে ফেলে। ইতি, তুমি হয়তো এখন নিজের নতুন জীবনে ডুবে আছো, নতুন মানুষ, নতুন দায়িত্ব, নতুন কথা— সবকিছুই তোমার কাছে এখন নতুন রঙের মতো। কিন্তু তোমার রেখে যাওয়া শূন্যতা আমার জীবনে এখনো সবচেয়ে ভারী জায়গা। কখনো কি তোমার মনে পড়ে…? কেউ একজন ছিল, যে তোমার হাসির শব্দে বেঁচে থাকতো, তোমার দুঃখের কথা শুনে নিজে ভেঙে পড়তো, তোমার একটা “আছি” শব্দেই দিনটা বদলে যেত। ইতি… তোমার অনুপস্থিতির যন্ত্রণা কোনোদিন তুমি ঠিকমতো বুঝবে কি না জানি না— কারণ যাকে সহজে হারানো যায়, সে কখনোই জানে না তাকে পেতে অন্য কেউ কতটা গভীরভাবে হারিয়ে গেছে। আমি আজও কোনো কিছুতেই আগের মতো ফিরতে পারি না, কারণ তোমার অভাবটা শুধু “অভাব” না— এটা একটা নীরব শূন্যতা, যা প্রতিদিন নতুন করে মনে করিয়ে দেয় আমি সত্যিই তোমায় যতটা ভালোবাসতাম, সেটা তুমি কোনোদিনই বুঝতে পারোনি। হয়তো একদিন, হঠাৎ কোনো বিকেলে, অথবা কোনো রাতের নীরবতায় তোমার মনে পড়বে— কেউ একজন ছিল… যে সত্যিকারের, নিঃশব্দে, নিজের মতো করে তোমাকেই ভালোবাসতো। আর সে মানুষটা আজও তুমি রেখে যাওয়া শূন্যতায় একা দাঁড়িয়ে আছে। চুপচাপ। অভ্যস্ত হওয়ার অভিনয় করে। কিন্তু ভেতরে ভেতরে ভাঙতে ভাঙতে বেঁচে থাকে। আমি জানি… তুমি কখনোই বুঝবে না তোমার অভাব কতটা গভীরভাবে আমাকে ভেঙে দেয়। কিন্তু তবুও… একটা নীরব আশা আজও বেঁচে আছে— একদিন হয়তো তুমি হঠাৎ থমকে দাঁড়াবে, আর মনে পড়বে… কেউ একজন সত্যিই তোমায় হৃদয় দিয়ে ভালোবাসতো। 💔 💔#creatorsearchinsights
Anowar 💔Eti Akther
Region: SA
Friday 28 November 2025 05:38:54 GMT
Music
Download
Comments
Ꭿꪶꪖ𝚖𝚒𝚗 Sk সৌদি প্রবাসী🇸🇦❤ :
আমার কষ্ট যদি সে বুঝতে পারতো তাহলে কি আর ছেড়ে যাইতো
2025-11-28 06:10:39
0
🫰🦋তোমার অপেক্ষায় আছি 🫰🦋 :
কোন একদিন আবার দেখা হবে
2025-11-28 05:44:44
0
To see more videos from user @aeitae, please go to the Tikwm
homepage.