❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
তাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে ইচ্ছে হচ্ছে, বলতে ইচ্ছে হচ্ছে, তুমি ছাড়া আমার জীবন শূন্য। আমি চাই শুধুই তোমাকে, শুধু তোমার পাশে থাকতে, শুধু তোমার হাত ধরতে, শুধু তোমার চোখের দিকে তাকিয়ে বেঁচে থাকতে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত যেন তোমার জন্যই। তোমার হাসি, তোমার কান্না, তোমার ছোট ছোট অভ্যাস—সবই আমার জীবনের অংশ হয়ে গেছে।
আমি চাই তোমার সমস্ত ভালোবাসা পেতে, তোমার সমস্ত গল্প শুনতে, তোমার সমস্ত ভাবনায় ডুবে থাকতে। মাঝে মাঝে মনে হয়, যদি আমি তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে পারতাম, সব ব্যথা, সব একাকীত্ব, সব অন্ধকার মিলিয়ে শুধু আমাদের হয়ে যেত। তুমি থাকলে পৃথিবীর সব কঠিন মুহূর্তও সুন্দর মনে হয়। তুমি না থাকলে সব রঙই যেন ম্লান হয়ে যায়।
আমি চাই শুধু তুমি—তোমার হাসি, তোমার চোখ, তোমার স্পর্শ, তোমার কথা। আমি চাই তুমি জানো, তুমি ছাড়া আমার কোন আশা, কোন স্বপ্ন, কোন ভালো লাগা নেই। আমি চাই তোমার সাথে প্রতিটি সকাল শুরু করতে, প্রতিটি রাত শেষ করতে, প্রতিটি সুখ এবং দুঃখ ভাগাভাগি করতে। শুধু তুমি আমার প্রয়োজন, শুধু তুমি আমার সব।
কেউ যদি জিজ্ঞাসা করে আমি কার জন্য বাঁচি, আমি শুধু তোমার নাম বলব। আর কারো জন্য নয়। আমি চাই শুধুই তুমি, আর কোনো মানুষ আমার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ নয়। শুধু তুমি, শুধু আমরা, আর আমাদের মুহূর্তগুলো—এটাই আমার সব। শুধু তুমি। আর কেউ নয়।”😅💔
2025-11-30 07:43:00