❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
তবে তুমি জেনে রেখো… তোমার জন্য আমার ভালোবাসা কোনো দিন, কোনো মুহূর্তেও কমবে না। তুমি যত দূরেই থাকো, যত বদলে যাও, কিংবা যতই ভুল বুঝে নাও—আমার অনুভূতি ঠিক আগের মতোই থাকবে। কারণ আমি ভালোবেসেছি হিসেব করে নয়, পরিস্থিতি দেখে নয়, আর পাওয়া–না–পাওয়ার ভয় চিন্তা করে নয়। আমি ভালোবেসেছি হৃদয়ের গভীর থেকে—সত্যিকারের, নিঃস্বার্থভাবে।
তুমি হয়তো ভাবো সবকিছু শেষ হয়ে গেছে, তুমি হয়তো ভেবেছিলে সময়ের সাথে সাথে আমার মন বদলে যাবে, আমি ভুলে যাবো… কিন্তু না। সময় আমাকে কেবল বোঝাতে পেরেছে, তুমি আমার কাছে কতটা সত্যি ছিলে। আমি এখনো ঠিক ততটাই অপেক্ষা করি, ততটাই প্রার্থনা করি, যতটা প্রথম দিনে করেছি।
মানুষ অনেক কিছু ভুলে যায়, অনুভূতি বদলে ফেলে, কিন্তু একটা সত্যিকারের ভালোবাসা কখনো মুছে যায় না। আমি রাগ, অভিমান, দূরত্ব—সবকিছু বুঝি। কিন্তু তুমি না বুঝলেও, আমার ভালোবাসাটা ঠিক আগের মতোই রয়ে গেছে।
তোমার হাসি আজও আমাকে শান্তি দেয়, তোমার নাম শুনলে এখনো বুকটা কেঁপে ওঠে, আর তোমাকে মনে পড়লে এখনো চোখ ভিজে যায়। এটা কখনোই দুর্বলতা নয়… এটা প্রমাণ যে আমি সত্যিই ভালোবেসেছিলাম, এখনও ভালোবাসি, আর হয়তো চিরকালই ভালোবাসবো।
তাই জেনে রেখো—তোমার জন্য আমার ভালোবাসা কোনো দিন কমবে না। হয়তো তুমি আর ফিরবে না, হয়তো তোমার পথ আলাদা… কিন্তু আমার হৃদয়ের সেই দরজাটা আজও তোমার জন্যই খোলা। 💔
2025-12-08 14:26:38