@cutehujur999: #বিয়ে করিনি তবে বিয়ের দিন বউয়ের বাবাকে একলা ডাকবো ডেকে তার হাতটা শক্ত করে ধরে বলবো সারা জীবন অনেক কিছু দিয়ে নিজের মেয়েকে বড় করেছেন। কাল আমায় দিয়ে দিবেন আর ঋণী করবেন না আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তবে হ্যাঁ একটা কথা দিচ্ছি আপনার মেয়ে কখনোই অবহেলায় থাকবে না তবে আমাকেও আপনার একটা কথা দিতে হবে আপনার মেয়ের সাথে যেন কোন আসবাবপত্র এই বাড়িতে না আসে সত্যি বলছি আর ঋণী করবেন না জানিনা কে আছে কপালে তবে যে থাকুক না কেন আমি তার বাবাকে এই ভাবেই বলবো। # মোঃ আফফান ইসলাম। #টিকটক ফর ইউ #বিয়ে