R🚩 :
আজ কতদিন হয়ে গেল, তোমার কোনো খোঁজ নেই, কোনো খবর নেই...তবুও আমার দিন শুরু হয় তোমার নাম দিয়েই, আর শেষ হয় তোমার ভাবনায় ডুবে গিয়ে। জানো? তোমাকে ছাড়া বাঁচতে হবে, এই সত্যটা মেনে নেওয়া কতটা কঠিন, তা, কেবল সেই মানুষটাই বোঝে, যার বুকের ভেতর প্রতিদিন একটা লাশ পড়ে থাকে। নিজের জীবনের, ভালোবাসার, স্বপ্নের লাশ। আমি তোমার ছবি দেখি, তোমার পুরোনো মেসেজ পড়ি, তোমার সেই হাসির স্টিকারগুলো। সব কিছু এখনো আগের মতোই সাজানো, শুধু তুমি নেই পাশে.তোমার চোখে কি কখনো জল আসে আমার কথা ভেবে? তোমার বুক কি ভারী হয়, যখন কেউ আমার মতো করে "ভালোবাসি" বলে, আমি জানি না। জানতেও চাই না আর, কারণ আমি এখন সেই প্রেমিক, যে প্রতিদিন ভালোবাসে... কিন্তু কেবল স্মৃতি আর অভিমানে। তুমি ভালো থেকো, যেখানে আছো, যার সঙ্গেই আছো, শুধু মাঝে মাঝে রাত গভীর হলে, একবার আমার নামটা মনে রেখো, এই একতরফা চিঠিটা যদি যদি কখনো তোমার স্বপ্নে ভেসে আসে, তাহলে জেনে নিও, আমি আজও তোমায় ভালোবাসি..!💔😌
2025-05-23 10:11:58