জীবনে হাজারো মানুষ আসবে হাসাবে কাদাবে চলে যাবে কিন্তু যে তোমার না বলা কথাও বুঝে মন খারাপের দিনগুলো টের পায় পৃথিবীতে এমন মানুষ হয়তো মাত্র ১%আর সেই ১%এর একজন যদি তোমার জীবনেও থাকে তাহলে চোখ বন্ধ করে তাকে জীবনের একটা বিশেষ জায়গায় রেখে দিও কারণ যত্ন করে ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ
লোভী আর স্বার্থপর কখনোও সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা তাদের স্বার্থঅনুযায়ী কাজ এবং লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে ছেড়ে যাওয়া মানুষ গুলা কখনো চিন্তা করে না রেখে যাওয়া মানুষটার কি হবে লোভী আর স্বার্থপর কখনোও সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা তাদের স্বার্থঅনুযায়ী কাজ এবং লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে