@sabinaahmedle: আমি নিজেকে না দেখলে বুঝতাম না যে একটা মানুষ এতটা অসহায় হতে পারে আমি দেখে না দেখলে বুঝতাম না যে একটা মানুষ এতটা কান্না করতে পারে আমি নিজেকে না দেখলে বুঝতাম না যে একটা মানুষের জন্য কতটা ছটফট করা হয়েছিল গলাকাটা মুরগির মত আসলে দুনিয়ার সবাই স্বার্থপর নিজের সুখের জন্য ১০ বছরের সম্পর্ক এক মিনিটে ভেঙ্গে দিতে পারে একটু কষ্ট লাগে না তাদের তামান্না এসব কিন্তু এটা ভাবে না যে সেই মানুষটা কিভাবে মেনে নেবে কিভাবে থাকবে আমি যাওয়ার পর ওই মানুষটার কি হবে কিভাবে থাকবে এভাবে যদি সবাই ভাবতো বুঝতে তাহলে কিছু মানুষ নিজ ইচ্ছায় কবরে শুয়ে থাকতো না এখন ভালোবাসা হারানোর কি যন্ত্রনা তারা এখন বোঝে আমি জানিনা সারা জীবন এই কষ্ট নিয়ে কিভাবে বাঁচব আর কিভাবেই থাকবো কখন জানি নিজের প্রাণটাকে বের করে দেই 😅💔🍁🌸😅😅#foryoupage #vaiprofycaramba #foryoupage❤️❤️ #vaiprofycaramba #foryoupage #terrorsobrenatural #foryoupage❤️❤️