Sabiha's Mom :
আমি ছিলাম ৪মাসের প্রেগনেন্ট,, আমার স্বামী প্রবাসী মানুষ প্রায় ৪মাস থাকে কাছে পেয়েছিলাম,, এই ৪টা মাস কোনো রান্না কোনো কাজ আমাকে করতে দেয় নি,, আমার খাওয়া দাওয়া সব সেই এনে দিতো বিছানায়,, আমাকে একদম নামতেই দিতো না,, আমি প্রেগনেন্ট হওয়ার পর শুধু ১টা মাস শারীরিক সম্পর্ক করেছে আমার স্বামী,, যখন আসতে আসতে ২মাসে পড়ে তখন থেকে আমার কষ্ট সে বুঝতে পারে আমাকে চাপ দেয় না,, সে বলে এসব করা থেকেই তুমি আমার কাছে আগে,, সারা দিন, রাত শুধু আমাকে সেবা করতো,, রাগারাগি, মিস্টি জগড়া, অভিমান এসব ও হতো,, তবে সে কখনো রেগে যাই নি বরং আমাকে আগলে রেখেছে,, সে যেদিন চলে যাবে সেইদিন রাত টা পর্যন্ত কাটায় নি আমার সাথে মানে,, শারীরিক সম্পর্ক করে নি কারণ আমি অসুস্থ সেই কষ্ট বুঝে আমাকে আর কষ্ট দেয় নি,, আমাকে বুকে নিয়ে ঘুমিয়েছিলো,, তারপর কষ্ট না হওয়ার জন্য বাপের বাড়ি পাটায় শুধু কাজ না করা জন্য,, তবে আমার আম্মু এখনো ইয়ং,, আমি আম্মুর ১মাত্র মেয়ে,, কাজ না করলে তো নরমাল হবে না তাই আম্মু কাজ করাইছে 🙂🙂 কষ্ট হতো তাও করতাম রাত হলে কান্না করতাম বিয়ের পর আমার জীবনে আমার স্বামী এক মাত্র মানুষ সে বলে নরমাল সিজার লাগবে না আমার বউ এর ক্ষতি বা কষ্ট হোক আমি চাই না সে কাজ করবে না,,, স্বামীর মতো মনে হয় দুনিয়ায় আপন কেউ নেয় 🥺,, আলহামদুলিল্লাহ আমার ১মেয়ে হয়েছে ওর ৮মাস এখন,, নরমালে হয়েছে,, আমার মা কিন্তু আমার ভালোর জন্যই কাজ করাইছে তবে,, কষ্ট বুঝে নাই যেটা আমার স্বামী বুঝতে পারছে 🥰🥰
2025-11-23 09:14:05